মারুফা সুলতানা খান হীরামনি
ট্যাকিলা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এক চুটকি লবণ এক টুকরো লেবু
ট্যাকিলার মতো নেশাধরা জীবন।
রাজহংসের মতো গ্রীবা নিয়ে হেঁটে আসা কি আমার জন্য?
আমিত ঠায় দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায় যদি আসো-
অনাবিল সুখ পাবে, চিরশান্তির শহর পাবে
ঘরপোড়া গরু পাবে, সিঁদুরে মেঘ পাবে
মরণ যন্ত্রণা পাবে তারপরও সুখ পাবে।
ট্যাকিলার মতো নেশাধরা জীবন পাবে।
চওড়া কাঁধ নিয়ে সগর্জে এগিয়ে আসা কি আমার জন্য?
আমিত ঠায় দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায় যদি আসো-
আদর মাখা রোদেলা দিন পাবে, সোঁদামাটির গন্ধ পাবে,
স্নিগ্ধ সবুজ মাঠ পাবে, প্রেম করার বাহানা পাবে,
মৃত্যুর আস্ফালন পাবে তারপরও সুখ পাবে
ট্যাকিলার মতো নেশাধরা জীবন পাবে।
তোমার সূর্যরাঙা অতুল চাহনি কি আমার জন্য?
আমিত ঠায় দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায় যদি আসো-
অফুরন্ত উষ্ণতা পাবে, স্বর্গে যাওয়ার সাধ পাবে
আকাশ ভরা তারা পাবে, চোখে সর্ষে ফুল পাবে
আমৃত্যু যন্ত্রণা পাবে তারপরও সুখ পাবে
ট্যাকিলার মতো নেশাধরা জীবন পাবে।