আফরোজা নাইচ রিমার বঙ্গবন্ধুবিষয়ক তিন বই

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে আফরোজা নাইচ রিমার বঙ্গবন্ধুবিষয়ক তিন বই। এর মধ্যে বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচীন অবলম্বনে ‘কবিতার আলোয় আমার দেখা নয়াচীন’। এটি প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশন। দাম ১৯০ টাকা। এ ছাড়া আফরোজা নাইচ রিমার বঙ্গবন্ধুবিষয়ক আরেকটি বই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘শত বর্ষে শত কবিতা’। এটি প্রকাশিত হয়েছে ২০২২ সালের বইমেলায়। প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশন। দাম ২২৫ টাকা। তার আরও একটি বই বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা অবলম্বনে ‘কবিতার মায়ায় কারাভাষ্য’। এটিও প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশন। দাম ১৯০ টাকা।