ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টিপু সুলতান

গতকালকের রাত
টিপু সুলতান

শহরে বসে ঝিঁঝিঁর ডাক শোনা যায় না বলে

ইজিচেয়ারের পাশে চারটি কোরাস গানের

সমস্ত দিন কুড়োতে থাকে গতকালকের রাত-

আর নিঃসঙ্গতার সায় পুঁতে এখানে রাত গলে

ঝুলবারান্দায় দাঁড়িয়ে থাকা অর্কিডের টবগুলো;

গ্রীবা উঁচু করে নেচে যায় বর্ণহীন শহর, রাতভর-

ছিটকে আসে বেডরুমের কাউন আলো, নীরবে-

অপেক্ষায় লিখতে থাকে- এসো, ভাবতে পারো

আমি মৃত্যুর দ্বিতীয় চুমু খেয়ে পুনরায় উৎসব

পালন করি এখানে কেবল কুড়োতে হয় চিরকুট

প্রতীক্ষায় তাকানো অধিক স্বপ্নের ভেতরে

হলুদপাতার বিবাদঋতু আর মুচকি হাসির

করতালি ওধারে বিলাসবহুল ত্রিসীমানায়-

সঙিন করেছে নিজের ইশারা, বাহাসে তাই যেন...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত