ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তারেক হাসান

মরণ নিঃশ্বাস
তারেক হাসান

পৃথিবীর সব রং মেখে, স্বস্তির নিঃশ্বাস নিব

ভেবেছিলাম মায়ের গর্ভ থেকে,

চিন্তার বিশালতা দেখে আমি অবাক!

কেন এত শৈল্পিক রঙের সমাহার?

আকাশের গায়ে নীল, সাদা মেঘের ঘটা

চন্দ্র দিয়েছে রাতের আলো, তারায় ঝিলমিল,

সূর্য আবার কেড়ে নিয়েছে সবার অধিকার

দিনের বেলায় একাই সেজেছে বীর।

সবুজের সব রং, বৃক্ষের লতাপাতায়

উলঙ্গ পৃথিবীকে দিয়েছে প্রকৃতির রূপ,

আমি পাগল নই, সন্ন্যাসীও নই

ভাবনায় খুঁজি, নশ্বর পৃথিবীতে ঈশ্বর কোথায়?

ভালোই তো ছিলাম ধ্যানের জগতে

স্বপ্নিল আশায় বন্ধ করে দু’চোখ,

যুগের আবর্তনে সব হারানোর সুর

ধ্যান ভঙ্গ করিল কে? কোন লোক?

সব রং নিয়ে নাও, আমায় সবুজের রং দাও

পৃথিবীর প্রাণ ফিরে পাবে, আমার বিশ্বাস,

নষ্টা প্রতিমার পূজা দিওনা তোমরা

কেড়ে নিবে প্রাণ তোমার, মরণ নিঃশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত