একটা মৃত্যুর সঙ্গে বেদম দৌড়াতে দৌড়াতে
আঁকতে পারিনি জীবনের নিখুঁত সংজ্ঞা
ভালোবাসতে পারিনি ভূত-বর্তমান
একটা জন্মের সঙ্গে নিত্য আলিঙ্গন করতে করতে
অজান্তে মুছে ফেলি বিমূর্ত সব রাত-দিন
তবু ঘৃণা করতে পারি না গূঢ় ভবিষ্যৎ
জন্ম ও মৃত্যু নিয়ে-
অনন্তকাল আটকে গেছি মহাশূন্যের অব্যঞ্জ জালে
হে মন, এ দুটোর কোনটাকে ভালো না বেসে পারবে?