ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গোলাম রব্বানী

সাদাপাথর ছুঁয়েছে মন
গোলাম রব্বানী

সাদা পাথর ছুঁয়েছে মন, মন খারাপের প্রশ্ন অবান্তর

মেঘালয়ের আকাশে আজ নীলরোদচশমার চোখ

স্বচ্ছ জলের নীরব গতি, নীরব পাহাড় বৃক্ষরাজি-

স্বেচ্ছায় নির্বাসিত হলে বল কী আর এমন ক্ষতি।

স্টোন ক্রাশার দাঁড়িয়ে শ্বেত পাথরজল ছাড়িয়ে

হানেয়া প্রকৃতি গিলে খায় দুর্ধর্ষ ক্ষতবিক্ষত গালে

অধ্যাপক লেখকেরা চাপা পড়ে দয়ারবাজারে

দয়ারবাজার চেয়ে চেয়ে থাকে পাথরের চোখে

কাঁটাতারের অই বেড়ায় দুর্লভ দাপুটে শক্তি

লালসালু মাথা উঁচু করে নদীর হিমশীতল তলে

পাথুরে নদীর জলে ডুব দেয় কোন শুদ্ধতম কবি

পাথুরে জল চোখে নিয়েই পাথুরের ঢল নামে

কানার হাটবাজারে; চলছি এভাবে-ই এখানে-

উদার প্রকৃতি দিয়েছে যে- ভুলেও বুঝিনি তাকে

চোখের নেশায় যে মাতাল ধরা দেয় না অন্য নেশায়

ডিজিটাল নেশা ছেড়ে ফিরে আসে প্রকৃতির চোখ

সাদা পাথর ছুঁয়েছে মন, হৃদয় ছুঁয়েছে ভোলাগঞ্জ

দাও ফিরিয়ে সূচনার পথ, দাও ফিরিয়ে সাদাপাথর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত