আনিস ফারদীন
কান্নার জল
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আকাশ আজ ভীষণভাবে কাঁদছে
তার ভীষণ দুঃখ, অভিমান, অন্তর্জালা
কান্নায় সে সব ছুড়ে দিচ্ছে অগোচরে।
চাইলে তুমিও একটু কেঁদে নিতে পারো
বৃষ্টির ফোটায় ভাসাতে পারো নিজেকে
তুমিও তোমার দুঃখে একটু কেঁদে নাও।
নিজেকে হালকা করো, হয়ে ওঠো বৃষ্টি
বৃষ্টির কান্নায় ধুয়ে মুছে যায় সব দুঃখ
দুঃখবোধের যাতনায় বেঁচে লাভ কি!
চোখের অশ্রুত কান্না কেউ বুঝলো না
আকাশের কান্না, মানুষের কান্না একাকার
দিন শেষে সব কান্নারা যে দেখতে একই!