সৈয়দ নূরুল আলম

আমি এখন রাস্তায়

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

খুব ভোরে, সূর্য ওঠার আগে, আমি শহর ছেড়েছি, আমি এখন রাস্তায়।

রাস্তা অনিশ্চিত জেনেও আমি হাঁটতে থাকি, হাঁটতে থাকি।

রাস্তার শেষ প্রান্তে আমার বাড়ি, সেখানে আমার মা, আমার ছেলেবেলা।

আসার সময় সুগন্ধি রুমাল ভাগাড়ে ফেলে রেখে এসেছি,

কী হবে শহরের জীবন যন্ত্রণা বয়ে এনে?

দুই যুগ ধরে আমি হাঁটছি, বাতাসে আমার চুল উড়ছে,

আমার বাবার রেখে যাওয়া পতাকা উড়ছে।

আমি শহর ছেড়েছি। রাস্তার সৌন্দর্য আমাকে কখনও ছাড়ে না।