ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদিল সাদ

বেভুল কথা
আদিল সাদ

একটু আকাশ দেখার খোঁজে

সমুদ্রে বুকে লুকালাম

দুঃখকে বিক্রি করব বলে

চোখের জলে ভাসলাম

জল জলে গাঢ় নীল রং

শ্লোকে ছুঁয়েছে অপবাদ

বর্ণমালায় হয়নি লেখা

দূরত্বের জলছাপ।

আকাশের বুকে বেভুল কথা

অসতর্ক সংকেত

হিসেবে ফাঁকে যোগ বিয়োগ

মিলেনি আবেগ।

আকাশের বুকে উড়ো চিঠি

ছুঁয়ে দেয় নিয়ন আলো

চাঁদের বুকে প্রাক্তন তুমি

ছলনায় সাগরে প্রিয়

তুমি প্রিয় শুধু আকাশেই থেকো

সময় হলে পত্র দিও

ভালোবাসার সাগরে প্রাক্তন হয়ে

নীল খামে লুকিয়ে নিও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত