ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নবী হোসেন নবীন

তোমাকে নিবেদিত কবিতা
নবী হোসেন নবীন

নিরুপমা

আজ তোমার অঙ্গ হতে গোলাপের ঘ্রাণ ছড়ায়

তোমার কপাল বেয়ে ঘাম ঝরে পাপড়ির গালে

কুন্তলে বৃষ্টি খোঁজে চৈত্রের মেঘ

নয়ন সরসীতে ডুবে অতল সাগর

তোমার পেলবতা খোঁজে নবনীর কোমলতা।

নিরুপমা

আগামীকাল তোমার ষোড়শী অঙ্গ যখন

পঞ্চাশের পদক পাবে

সব কিছু হারাবে তুমি।

পেলব অঙ্গে রবে না কুসুমের ঘ্রাণ

কালো চোখ হয়ে যাবে ধূসর মলিন

চুল হবে শরতের বৃষ্টিহীন মেঘের গম্বুজ।

নিরুপমা

তখনও তোমাকে নিবেদিত কবিতা রবে চির যৌবনা

তোমার জানাজা শেষ হয়ে যাবে

অথচ কবিতা রবে

পঞ্চদশ বসন্ত পেরিয়ে আসা এক কুসুম-কুমারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত