ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মো. মাসুদুজ্জামান তালুকদার

সীমান্তে আঁধার
মো. মাসুদুজ্জামান তালুকদার

আমার চারপাশে দুর্গম আঁধারের বৃত্ত

হৃদয়ের অন্ধ কুঠরিতে আজ আঁধারের হিংস্র থাবার অবিরাম বিস্তার

আমি একা, সম্পূর্ণ একা, এ নিরবচ্ছিন্ন আঁধারের মাঝে

ঘুণে ধরা আমার সমগ্র সত্ত্বা

হাজার বছরের অন্ধ পংকিলতায় দংশিত, বিষাক্ত, কীটদুষ্ট;

বেদনার ক্ষরণে বিপর্যস্ত এই আমি আজ ধ্বংসের দোরগোড়ায়।

আমার দু’চোখে আজ স্বপ্নের মরীচিকা

আর সময়ের বীভৎস কদর্য রূপ,

আমি বাঁচতে চাই... বাঁচতে চা-ই...

আমায় আলো দাও, এক মুঠো আলো

দাও এক চিলতে নির্মল মুক্ত আকাশ

আমার অনালোকে স্বচ্ছ কুটির ভরে তুলি স্বপ্নের অনাবিল সম্ভারে

এনে দাও সবুজের আবির মাখা অপার দিগন্ত

নিজেকে করে তুলি সজীব শ্যামল, ভোরের স্নিগ্ধ শিশিরের ন্যায়;

দুঃস্বপ্নের সীমানা পেরিয়ে এনে দাও অবারিত আলোর বন্যা,

সব শোক-তাপ মুছে ফেলে হয়ে উঠি

সম্পূর্ণ নতুন নিষ্পাপ নবজাতক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত