টিপু সুলতানের কবিতা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
করপোরেট
কার দেহ তুমি, মুখ ফসকে বলা
জাদুকাটা দুপুর-বসন্ত কোকিল
সাঁকোর ওপারে অন্য গ্রাম, নদী-
সবুজ আঙুরে অনার্য পাহাড়
ফণাহীন জল দূর মেঘে পথচলা
ফুল থেকে বনভাত সুহৃদ আধুলি
আমাকে চিনতে পারো, করপোরেট
দীপ্তমান নক্ষত্র, পাতার ইসকুল
আঁধারের পোকা জ্যোৎস্না কারিগরি
নূপুরের কল্লোল তোর পায়ে ঘুরি।
সাইপ্রাস রোড
এরই মধ্যে তরুণ পাতায় কুয়াশা জমছে
স্বাগত জানাচ্ছে পপলার গাছগুলো,
মোহিকানদের ছোট ছোট বাড়ি-
ছোট্ট সাইপ্রাসীয় বারলি ফরেস্ট
এমন ফটোশুটে পোজ নিতে ব্যস্ত, সব;
একটা আপেল কামড়ে শেষ হবার আগে
সেখানে উপস্থিত হচ্ছে চ্যাপেল সন্ধ্যা
বাদামি মাঠ আর সবুজ পানের রেখায়-
ডুবে থাকা কিছু হরিণ এবং খরগোশ
পাখিদের মতো ভিন্ন বসন্ত ও শরত খামার
কাছাকাছি আঙুর বাগান, চেরির অপেক্ষা-
কুয়াশার অ্যালবামে ব্রাউজিং করছে
নীল ধূসর শূন্যতা থেকে সাইপ্রাস রোড...
তুমি কী যাবে, সঙ্গে-এক সপ্তাহের মধ্যে!
প্রস্তাব
গোলাপ কেন, তারপর গানের নামতায়
রেখে এসো-প্রস্তাব, দৈর্ঘ্য মিউজিক সুরে-
বিগত দিনের বৃষ্টিতে ময়ূর যেমন নাচছিল,
স্নান করেছিল প্রথম উড়ে...
সুস্বাদু বিকেল! অ্যালোভেরার মাংসময় দিন-
যেসব গেরুয়া স্নায়ুর গল্প প্রবেশ করে
শিশুদের ঘুমের ভেতর,
পেপারওয়েটে চাপা পড়ে ঐ অন্ধকার;
সেইসব সুন্দরি বরফকল-
সমুদ্র গুঁজে হাসাচ্ছিল মোংলার জাহাজ,
মাঝারি জাহাজে বিদেশি মাদাম হাবিবি-
কী অদ্ভুত গন্ধভরা একটান রাইমুখ
ভালো, এতো ভালো...
বুকের পেন্টাগন হাওয়ায় ক্রস-বিন্দুর দৃষ্টি
পতি জমির দিক হতে ড্রোনের মতো পাখি!