ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অনিরুদ্ধ আলম

নিজেকে হারিয়ে খুঁজি
অনিরুদ্ধ আলম

হে আমার হৃদয়, আমাকে তুমি হারিয়ে ফেলো না।

নিজেকে অনেক বুঝিয়েছি- আমার শূন্যতা আসন্ন

সুসংবাদের পরিপূর্ণতায় চিত্রল।

কত যে ভুল করে ভুল করেছি! ওরাই আমার জীবনে

কখনো এনে দিল তীক্ষèধার সৌভাগ্য। অবিশ্বাসী দুর্ভাগ্য

শুধু দূরে দাঁড়িয়ে থেকে কটাক্ষে তাকিয়ে থেকেছে আমার দিকে।

তুমি জানো নাই, আমি তোমার দিকে নিয়ত চলেছি।

লালন ফকিরের প্রত্যয়ে, পালকির নিপুণ ভূমিকায়

কালাকাল আমাকে নিয়ে চলল আধখানা আয়নার পাদদেশে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত