ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তোফায়েল তফাজ্জল

ফুঁ-বল হাওয়ায় হাওয়া
তোফায়েল তফাজ্জল

লোভ, ক্রোধ, অহংকার তেল ফুরানো বাতির মতো

হাটু ভাঙা হয়ে হবে নতমুখী।

পথেঘাটে এঁকেবেঁকে চলায়-বলায় পড়বে দাঁড়ি;

থেমে যাবে কথায় কথায় চোখ রাঙানির ফণা-উন্মাদনা।

মেরুদণ্ডী প্রাণীদের থাকা অটো-হাপরের ফুসফুস যন্ত্রটি

অব্যাহতি নেবে বাতাস গ্রহণ-বর্জনের দায় থেকে।

আদর-সোহাগ, ভালোবাসা পেয়ে যারা উষ্ণ হয়ে

বাকুম বাকুম করে ভরে তুলতো ঘর বা উঠোন,

মাথার ওপর ছাদ বা বিটপী ভাবতো, দুঃখসুখ

করতো ভাগাভাগি

ফুঁ-বল হাওয়ায় হাওয়া হলে তারা তাকে জ্ঞান করে

লোকালয়ে ঘোর রাতে ঢুকে পড়া জন-খেকো বাঘ।

এক দিনের জন্যও শয্যায় রাখার মতামত চাওয়া হলে

দেখা যায় সমর্থন শূন্যের কোঠায়।

তাই, পাখি ডাকা প্রত্যুষেই ভাবা চাই,

অচিরেই সকলের এ অনিবার্য পরিণতি।

হাতের ঝুড়িটি ফাঁকা নাকি রকমারি ফলে ভরা?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত