লিখে দিলাম গাছ পাতার চিঠি, পড়ে নিও
চিতাণ্ডচন্দনে যদি শেষ হয় লাশের জীবন
রুগ্ণ হরোপ্পাও প্লাবনে খোঁজে নগরীর অন্ত্যমিল
কেমন নিমফুল তুমি- তোমার জাফরান ছড়ানো
রাত কেবল মিথের কফিন, খোলা জানালাও
ঈগল হয়ে উড়ে, পাঠ করে পাতার চিঠি
বুকের ডাকঘরে এ চিঠি রেখো আর
আলপিন পদ্যে লিখে নিও তার রক্তাক্ত খাম