ছায়াগুলো মায়া হয় মায়াগুলো অদৃশ্যের দড়ি
আলো ক্ষয়ে গেলে দড়ি ছিঁড়ে চলে আঁধারের ঘড়ি
একটা দুপুর হাঁটে মাথার উপর মৃত ভোর
পড়ন্ত বিকেলে দেখি অন্ধরাত খুলে আছে দোর!
দু’চাখ পাথর হলে ভেতরে জমাট অন্ধকার
নিরাশারা বলে এগিয়ে যাবার পথ নেই আর
স্বপ্নগুলো পুড়ে দেখি, পথ আছে-সুনসান ধু-ধু
একটা ফিনিক্স পাখি জেগে ওঠে বারবার শুধু।
বারবার মরে যাই দাবানলে পুড়ে হই ছাই
ফিরে এসে তোমাদের তবু খুঁজে খুঁজে কাছে যাই
ভুলে থাকি, ভুলে যাই জীবন পালক খসে যায়
একদিন চলে যাব, অভিমান বুকে নিয়ে হায়!