ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সৈয়দ আনোয়ার রেজা

বাঁশি বাজে সন্ধ্যায়
সৈয়দ আনোয়ার রেজা

গভীর অনুভব করে তাকে মনে হয়েছিল

দোয়েলের শিস দেয়া নীরব মাঠে একতারা

ক্লান্ত বিকেলে সমুদ্র-পাখি, নির্জন চর।

অথচ সে কৌশলে জৌলুশের আলো খুঁজে

নিজের প্রয়োজনে পাড়ি দেয় সৈকত!

কখনো শিকারি চিলের মতো উড়ে চলে।

আমি গোলকধাঁধায় ঘুরে হই উড়ন্ত বেলুন

তার মিথ্যাগুলো মাইক্রোফোনের মতো...

অবশেষে উৎসাহী স্বপ্নগুলো হয়ে যায়

ধীরে ধীরে সময়ের নিভে যাওয়া প্রদীপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত