একবিন্দু সুখ চেয়েছিলাম বলে
মুঠিভরা টাকা ছিটিয়েছিলাম
সুখের বাজারে সুখ কিনতে,
সবাই হেসে বলে পাগল আমি
সুখের খোঁজেই ঘুরতে থাকি
সুখ বাজারের সব অলিগলিতে।
সূর্যের তাপে শরীরের ঘাম ঝরে
শূন্য ঝোলা হাতে ভিখারির বেশে,
একবিন্দু সুখ চাই তোমাদের কাছে
শূন্য হাতেই ফিরাইলে অবশেষে।
পাগল হতে পারি, হতে পারি ভিখারি
তবুও তো একটু সুখ চাই জীবনে
বলে দাও পাগলের সুখ কোন খানে?
ছড়াব সুখ মুঠিভরে আমার উঠানে।
সুখ খুঁজিতে শোকের দেখা পেলাম
কফিনে উঠাই আপনজনের লাশ,
একবিন্দু সুখ কোথাও পাইনি বলে
আজ দুঃখের সঙ্গেই করি বসবাস।