হাজার শব্দ উৎসব করবে, করতে দিও।
হাজার রং মিলবে চৈত্রের দুপুরে, মিলতে দিও।
প্রাচীন রোদ এসে পাহারা দিবে,
যেমনটা দিয়েছিল হারিয়ে যাওয়া শহরে। করতে দিও।
বিষণ্ণ মনের জন্য দমকা বাতাস রওনা দেয় আরব সাগর হয়ে।
বাতাস পথ হারিয়েছে। কেউ যদি অপেক্ষা করে, করতে দিও।