ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদিল সাদ

দুঃখের শ্লোক
আদিল সাদ

কিছু বিষাদের স্মৃতি বদলাতে গিয়ে

ছিঁড়ে ফেলা হয় ডায়েরির পাতা

একাকী প্রহরে নির্বাসনে গিয়ে পাপী শিখে ধর্ম

দুঃখ ভর করে মহাকর্ষ সূত্রে দূরত্বে থাকে গ্রহ নক্ষত্র।

দুঃখের শ্লোকে সৌন্দর্য ক্যাকটাস পচেগলে

ব্যাথাতুর চোখে শুধু ভালোবাসার অট্টহাসি হেসে

বদলে দেয় সমস্ত প্রার্থনাগীত বদলে যায় সমস্ত ব্যাকরণ

শুধু বদলায় না তুমি নামক অদ্ভুত এক আচরণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত