মাঈন উদ্দিন আহমেদ
বিস্ময়
প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চারিধারে ঘুরপাক খায়, বিস্ময়
তোমার চোখে ঠোঁটে লেগে রয়
একা পাখি উড়ে যায় দূর অজানায়
সব জল মিশে যায় নদীর মোহনায়!
বন পোড়া হরিণী কোথায় পালায়
ছেলেহারা জননীর নোনাজলে হায়
দিন দিন বেড়ে যায় হাসিমুখে অন্যায়
মানুষের এখন ভূতেও ভয়, বিস্ময়!