জসীম উদ্দীন মুহম্মদ

সমুদ্রের ফেনিল জল

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভালোবাসতে বাসতে এ পর্যন্ত এসেছি

কত যে ছিঁড়েছে তাঁর ছেঁড়া ভুবন

হিসাবের কড়িকাঠ কতো ছুঁয়েছে বালুঘাট

সমুদ্রের ফেনিল জলে বেঁধে রেখেছি মন।

সবাই দু’পয়সায় কিনে নিতে চায় জীবন

লু হাওয়া ভালোবাসে না কেউ

দিনের আলো সেও ভীষণ কর্কশ হাসে

মুসাফির রাত বারেবারে বলে সেও নাকি

আমায় ভালোবাসে...

কেউ কেউ ঝোপ বুঝে খুলে রাখে করাত

অথবা ভুলে যাওয়া দাঁতের খাপ

সুযোগ পেলেই লাফায় যেনো কালসাপ!