ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শফিক হাসান

আনন্দযজ্ঞে চোরাকাঁটা
শফিক হাসান

যাওয়ার কথা ছিল কত গ্রামান্তরে- সিন্ধুতে

গলিপথ শেষে রাস্তা মিশেছে ঘাসবিন্দুতে

কল্পনায়ও যাওয়া হয়নি চেনা-অচিন দেশে

বদ্ধ শিকল পায়ে কোথাও যাওয়া যায় না

বিপ্রতীপ আক্ষেপে পিচুটি-জমাট চোখে

খুঁজে চলি ব্যাকপেইনের অন্য উৎসস্থল!

অনামা ফুল সবুজ পাতা নির্জন বনপথে

সৌন্দর্য বিলায় দোলে-ফেরে হর্ষ-হিল্লোলে

কাকদিঘির টলমলে জল কটাক্ষ হেনে বলে,

জগতের আনন্দযজ্ঞে তোর নিমন্ত্রণ বেহাত?

চরগড়গড়ি চরভেদুরিয়া চরভদ্রাসন সুবর্ণচর

সবদিকেই অনবদ্য উৎসবে বিছানো জীবন!

আনন্দভ্রমণ দূর অস্ত- কোথাও যাওয়া হয় না

আমার গন্তব্যপথে চোরাকাঁটা বিছানো তবে?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত