ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তারেক হাসান

খপ্পর
তারেক হাসান

ভদ্র মানুষগুলো শহরে অলিতে-গলিতে

চায়ের দোকানে বসে অফিস করে

এখানেই দরকষাকষি হয় উৎকোচের

বিনিয়ময়ে হাজার কোটি টাকার কাজ।

এদের ভিটেমাটি নেই, তবে কয়েকটা ফ্ল্যাট আছে

আছে নিউ ব্রান্ডের দামি গাড়ি কয়েক ডজন

তাদের পায়ের দিকে তাকালেই বুঝা যায়

রাস্তার মুচিও ভালো জুতা পরে

অতিলোভী কিছু পয়সাওয়ালা

ভদ্র মানুষদের বিলাসিতার কথা শুনে খপ্পরে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত