আবদুর রাজ্জাক
হৃদয়ে কাগজী দিন
প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কতদিন দেখি না অ্যালবামের সন্ধ্যাটুকু
হৃদয়ের কাগজী দিন
জোনাকির মৃদ আলো
উঠোন কোণে বউচি খেলা
গোধূলির ধূসর আকাশ
পাখিদের আমরণ অনশন
পত্রপল্লবের নীরবতা
অবিরাল ধান ক্ষেত বহুদিন দেখি না।
কতদিন দেখি না তোমার মুখখানি
প্রাণের পরান পাখি-
আমাকে যে ভালোবেসেছিল
জোছনারাতে কত কথা হয়েছিল তার সঙ্গে
কতদিন আমি দেখি না তারে
কতদিন শুনি না তার কণ্ঠ
কতদিন রাখিনি তার হাতে হাত!
কীভাবে আমি তাকে ভুলে গেছি
কীভাবে আমি তাকে সরিয়ে রেখেছি।
কখন যে রাত হয়
কখন যে দিন হয়
সংসার, মায়াজাল
আমি কি আজ তাকে মনে করি!
এই নিদারুণ সন্ধ্যায়
এই গোধূলিতে
আমার চোখে তার হৃদয়ে অবশিষ্ট
তার হৃদয়ে আমার কাগজী দিন
এসব ভেবে ভেবে দিন কেটে যায়
সন্ধ্যা কেটে যায় অবিরত।