শামীমা শ্রাবণী

জোছনার ফাঁদ

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বুকের ভেতর চন্দ্রভুক একটা নদী পুষি বলেই

পূর্ণিমায় তুমিও পাতো জোছনার ফাঁদ,

শান্ত নদীর জলে তোমার কৌমুদী ছায়া মেলে দিলেই

জলের বুকে লাগে আদুরে সে আঘাত।

কাঁপন জাগাও হৃদয় অতলান্তে খুব করে যদিও

তবুও তো গোপন করি ভিতরের ঢেউ

জানি, শুক্লপক্ষের হিসাব শেষে হারিয়ে যাবে তুমিও

কলঙ্ক ঢেকে দেবে কৃষ্ণপক্ষের কেউ।

তুমি চাইলে তাই দৈর্ঘ্যণ্ডেপ্রস্থে বাড়িয়ে নেব অমাবস্যার এ রাত

শুধু আলোর কণা ভেবে আগুনে পোড়াব না কভু ভালোবাসার হাত