হানিফ রুবেল
উপাসক
প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তোমাকে বৃষ্টি ভেবে লীন হয়ে থাকি এ খর তল্লাটে
ঘোর কাটেনা- মনোস্তাপে প্রগাঢ় সবুজ আর কোমলতার
অভাববোধ দৃষ্টির আড়ালে রেখে নির্বিকার উপাসকের মতন
তোমার নাম গহন প্রাণে নিরিবিলি আলোড়িত হলে-
তাপিত দিনের ভেতর ফিরে আসে যুগপৎ জলের উল্লাস,
মঞ্জরিত সে অনুরাগমালা ছড়িয়ে দিলে অরণ্যের গভীরে
বৃক্ষরাও প্রণয়কাতর হয়ে উঠে নগ্নপদে।
তোমার বৃষ্টি ভাবলে- বান এসে যায় আমার শুকনো নদে।