ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দালান জাহান

পারমাণবিক
দালান জাহান

আশ্চর্য এ শহরে দাঁড়িয়ে

একদিন অবুঝ আকাশকে প্রশ্ন করো

কাদের শিরদাঁড়ার উপর

পাষাণ প্রাসাদগুলো দাঁড়িয়ে আছে!

কাদের খুলি ও চোখের মণি থেকে

জন্ম হয় সেই অবিনশ্বর তুলির

যার এক আঁচড়ে সমগ্র পৃথিবী রঙিন হয়ে

কাগজ কাটা ইঁদুরের পিছু পিছু ঘুরতে থাকে।

প্রশ্ন করো ডুবন্ত টাইটানিক নিমজ্জিত অশ্রুবরফ

গুঁড়িয়ে দেওয়া টুইনটাওয়ার কতো উঁচু কক্ষে

একজন রাঁধুনির জন্মের কান্না

যুদ্ধ হয়ে ঝাঁপ দিয়েছিল আকাশে।

প্রশ্ন করো অসংখ্য প্রশ্ন থেকে

যেন একটি পারমাণবিক প্রশ্ন

তোমার পাশে দাঁড়াতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত