ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাসান নাজমুল

শিকড়ের শত্রু
হাসান নাজমুল

ভেঙে গেছে আবেগের আদালত,

স্মৃতিগুলো চিহ্নহীন যেন!

পুরোনো প্রীতির নেই নবায়ন,

তোমার যোগ্যতা ক্ষুধার্ত ঈগল,

তীক্ষ ঠোঁট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শৈশবের সমস্ত বৈভব,

দৃষ্টি অস্বীকার করেছে মধুর লুকোচুরি,

তোমার কৃত্রিম মুখে অহংকার দৌড়াচ্ছে ইঁদুরের মতো,

ভুলেও পড় না বন্ধনের ব্যাকরণ,

তুমি আজ বিস্মৃতি-প্রেমিক শিকড়ের শত্রু;

তোমার শিখরে অসুস্থ শিয়র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত