নাসির আহমেদ

স্বদেশের মুখ

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একটু আগেই নীলাকাশ ছিল দহনতপ্ত চৈত্রের লাল,

সহসাই কালো মেঘে ছেয়ে গেলে থমথমে মুখ

দিগন্ত কী যে উদ্বেগাকুল! ক্রোধে ও ঘৃণায় ভয় যেন তার

সবটুকু কালো ছড়িয়ে দিয়েছে!

বৃষ্টি তো নেই! নীল মুছে গেছে কালোতে।

তীব্র গ্রীষ্ম-তাপে চৌচির চৈত্রের এই প্রান্তর।

বৃষ্টি নামুক, শান্তিবৃষ্টি নিঃশব্দে এ মন্ত্র

জপছে প্রকৃতি, ধুলো ঢাকা ম্লান গাছের পাতাও!

প্রতীক্ষা ছিল অমল ধবল বৃষ্টির মতো শান্তি।

কিন্তু কোথায় বৃষ্টি এখানে! এ যে ভয়াবহ

ঝোড়ো তাণ্ডব ইঙ্গিত!

স্তব্ধ গুমোট ভঙ্গি যেন বা কালো ভাল্লুক আকাশে,

নেই বৃষ্টির কোনো লক্ষণ হঠাৎ তপ্ত হাওয়া! টর্নেডো?

প্রকৃতির এই ক্রুদ্ধভঙ্গি দেখে মনে হয় কোথাও

অঘটন কিছু ঘটিয়ে বসেছি নিজের ভুলেই আমরা!

অনিশ্চিতের এমন গুমোট আলোহীন কালো প্রান্তর

কাঙ্ক্ষিত কারো ছিল না যদিও, কাঙ্ক্ষিত শুধু বৃষ্টি।

এ দৃশ্য দেখে মনে হয় ওই দিগন্ত তবে স্বদেশ প্রতিমা?

কখন কী ঝড়ে তছনছ করে ষড়যন্ত্র ও ভ্রান্তি!