ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাহেদ কায়েস

দৃষ্টিবৃত্ত
শাহেদ কায়েস

পর্দাটা দোল খায়,

হাওয়ার উপরিতলে

অতি ধীরে-

দৃষ্টিবৃত্তে ভেঙেছে নীরব

শব্দপ্রপাতের উৎসব

স্তব্ধতা বুনন করে-

হয়ে ওঠে চৈত্র-জলের প্রেমিক

বহুকৌণিক জ্যোৎস্নায়

দূরের প্রান্তরে ঝুঁকে থাকে

বিগত জীবনের-

আলোহীন শার্সি

জানে না সে বেঁচে থাকার কবচ

জ্যামেতিক চালাকি

নির্জনে পড়ে থাকে একা-

নিঃসঙ্গতার খাঁচায়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত