ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আদ্যনাথ ঘোষ

আকালের কালে
আদ্যনাথ ঘোষ

খসে গেছে মানবিক হাত যাপিত সংসারে।

চিঠির ডাকবাক্স নিয়ে যে পিওন দিন ও রাতের কাছে

নতজানু হয়; সে আজ খুঁজেই চলে সংসারের

রোদপত্র দিন। গ্রাম ও শহর জানে-

রোদ কেনো রোদের মতন জল, বায়ু, মাটির পাড়ায়।

কেনো তুমি মানচিত্র আঁকো যাপিত সংসারের

হাওয়াদের উৎসবের গায়।

ফেলে আসা সকালের পাঠ চুকে ভাতের স্লোগান নিয়ে

পরাস্ত জীবনের অলিগলি পেরিয়ে তুমিও কি ক্লান্ত

রোদের কাছে লিখে যাও আমাদের শূন্যতার ক্ষুধা।

ও আমার মাটির ধুলোমাখা পাঁজর, লতাপাতার চেনাজানা মায়া,

প্রার্থনার পরিমিত সুর- পবিত্র বসনে বসে

মানুষের বুকে তুমি কি দামোদর খুঁজো-

ফেলে আসা দিনের দীঘল দিনলিপি পাতায়।

কে তুমি শিখাও আকালের কালে- আকাশের সবুজিয়া মেখে

রেখে যায় চিরচেনা সাথির ছায়ায় সংসারের মানবিক হাত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত