স. ম. শামসুল আলম

গ্রৈষ্মিক খরান

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমার দীর্ঘ মানসে টগবগ করে ফুটছে উন্মুক্ত জলাশয়

রোদগুলো নিখাদ আগুন, জ্বলন্ত মোমের কাছে দগ্ধ মাছি

ভনভন করে জানাতে চাইছে উপকরণ, সংবরণ, সম্মোহন

পরাজিত বৃক্ষের অপরাজনীতি গ্রাস করেছে পক্ষীকুল

দুঃখময় অশ্রু থেকে জলের বদলে বের হচ্ছে উত্তাপ

এই প্রাণান্তকর খা-বদাহনে লতা গুল্ম বিমর্ষিত, নুয়ে পড়ছে

পল্লবে পল্লবে আর্তনাদ বিভীষিকাময় সময় হয়ে উঠছে বাষ্পরূপ

জরাগ্রস্তের বাহু থেকে জীবনের সমুদয় আশ্বাস

ঝরে পড়তে পড়তে মৃত্যুর সন্ধিক্ষণে হিসাবের আমলনামা

উত্তপ্ত বাতাসে দাপটের সঙ্গে ঘুরছে গ্রৈষ্মিক খরান।