ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পলিয়ার ওয়াহিদ

জীবনটি গুইসাপ
পলিয়ার ওয়াহিদ

জীবন একটা মস্তবড় শিল্প

একে জরুরিভাবে নেয়া দরকার নাই

আবার অবহেলা না করাই উত্তম

শিল্প সব সময়ই নকল

জীবন আসল কাঁচামাল

এটাকে পোড়াও

পানিতে- আগুনে...

মরণের মণ্ড বানানো শ্রমিক

গুইসাপের মতন- এগিয়ে যেতে হবে

আহারে স্তন্যপায়ী মানুষ

শিল্পের খাবার হয়ে যায়

গাছ হবার প্রস্তুতি নাও

জীবন একটা ফুল

ঘ্রাণ হও ঘ্রাণ...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত