পলিয়ার ওয়াহিদ

জীবনটি গুইসাপ

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

জীবন একটা মস্তবড় শিল্প

একে জরুরিভাবে নেয়া দরকার নাই

আবার অবহেলা না করাই উত্তম

শিল্প সব সময়ই নকল

জীবন আসল কাঁচামাল

এটাকে পোড়াও

পানিতে- আগুনে...

মরণের মণ্ড বানানো শ্রমিক

গুইসাপের মতন- এগিয়ে যেতে হবে

আহারে স্তন্যপায়ী মানুষ

শিল্পের খাবার হয়ে যায়

গাছ হবার প্রস্তুতি নাও

জীবন একটা ফুল

ঘ্রাণ হও ঘ্রাণ...