তারেক হাসান

অদৃশ্য মিসাইল

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একটি বৃক্ষরোপণ করেছিলাম মনের মাটিতে

বৃক্ষটির নাম ছিল বিশ্বাস,

কিন্তু কিছু দুষ্টু লোকের আনাগোনা ছিল

বাজিমাতের মতো ছিল আশ্বাস।

ভেবেছিলাম আশ্বাসগুলো বিশ্বাসের সাথে

নিঃশ্বাসে অক্সিজেন হিসেবে নিব,

বিনিময় কিছুই না নিঃস্বার্থ বন্ধু হিসেবে নয়

বোকার মতো নাসিকা কেটে দিব।

ইন্দ্রিয় শক্তি থাকার পরও যেন অন্ধ আমি

ভালোবাসার অর্থ এত সহজ নয়,

স্বার্থের রথে উঠে মিসাইল ছুড়ে মন ভূমিতে

বিশ্বাসঘাতক কীভাবে মানুষ হয়।

এই পৃথিবী যে পৃথিবী নয়

মনুষ্যত্বের বিকল যন্ত্রে মনুষ্যত্ব খোঁজা হয়

তবুও আর্শীবাদের ছায়া তাদের মাথায়

ভুল আর শুদ্ধতার যুদ্ধ হয়।