পীযূষ কান্তি বড়ুয়া
অ্যাক্রস্টিক নজরুল
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কালবোশেখীর ঝড় মাথায় নিয়ে যার জন্ম
জীবন তাকে আজীবন রেখেছে ঝড়ের মধ্যেই
নবযৌবনে পল্টনের প্রেমে পড়ে সৈনিক হলেও
জনতার আকাশে সে হয় ধূমকেতু, কেবল ধূমকেতু।
রুদ্র অগ্নিবীণা তার কলমে হয়ে ওঠে বজ্র
ললাটে তার জ্বলে জয় বাংলার টীকা
ইন্দ্র তার বশ হয়ে যায় নটরাজ হয় মিত্র
সচল জীবনে সে অচল করেছে ব্রিটিশের বাণী
লাল পতাকা তাকে কাস্তে বাঁকিয়ে ভিড়াতে চাইলেও
‘মম এক হাতে বাঁকা বাঁশরী’ বলে সে করে অভিমান।