দারুস সালাম মাসুদ

দূর জীবনের গল্প

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঝরাপাতার বিদায়ী নাচন শেষে

আমিও খুঁজে পেলাম গহন গল্প

যেগুলো কালের বৃষ্টিতে ক্ষয়িত, শেষ মাটিতে চাপা

আঁধার দেখলেই বুঝি জানা হয়ে যায় রজনী কি?

প্রভাত প্রভার ভ্রূণ ছুঁয়ে দিলেই-

জানা হয়ে যায় সৌরজগত?

জীবনের যে গল্প নিকট পথের দিকে তাকিয়ে বলি

তার কিছু তো এখনো পরিমার্জন সম্ভব

কিন্তু যে অপরিবর্তনীয় শত সহস্র গল্প-

দেওয়ালের ওপাশে মাটির ভেতর চিরচাপা

তারও আছে আহ্বান- আমাকে পড়...

এক একটা নীরব কবর দূর জীবনেরই গল্প বলে।