অক্ষরে গুলি করতে ইচ্ছে করে, হয় না। অনভিজ্ঞতা, অযোজ্ঞতাও! ঘষামাজা চলছে। এভাবে পেরুল অনেকটা সময়। ঠুসঠাস আওয়াজে যখন বিরক্ত, আচমকা দেখি আক্ষরিক সন্ত্রাস! মোহন গুলি বেরিয়ে গেছে। কাব্য জীবন ক্ষান্ত। জীবন কাব্যও। এপিটাফ রয়ে গেল; অক্ষরসন্ত্রাসী! আর কীইবা চাই। আর কীইবা লাগে?