শুনব না আর তোমার কথা
বলব আমি নিজে,
কোথায় আমার দুঃখ ব্যথা
দেখব এবার খুঁজে।
ধর্মপাঠের বুলি আমি
বলব নিজের মুখে,
চলব আমি বুঝব আমি
হিসেব খানি শিখে।
কে বলেছে রাত হয়েছে
তোমার কানে কানে,
ভোরের আলোয় উঠব আমি
সূর্যস্নানের টানে।
আমার দেয়া ফুলদানিতে
ফুল ভরোনি তুমি,
আপন কানন গড়েই এবার
সুবাস নিব আমি।