সুমন আহমেদ

কালবৈশাখী

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

থরথর করে কাঁপছে বুক...

মুহূর্তেই জ্যোৎস্নার রুপালি আলো ছড়িয়ে থাকা বিশাল

আকাশটা- ঢেকে গেল কালো আঁধারে;

বাতাসের সন-সন ধ্বনি জানান দিয়ে যাচ্ছে-

এখনই শুরু হবে সর্বনাশা কালবৈশাখীর তাণ্ডব ধ্বংসলীলা।

মাথার উপর ঝুলে থাকা শেষ সম্বল- নড়বঢ় ভাঙা ঘরটায়

ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে ডাকছেন অসহায় জননী...

হে ঈশ্বর-একটু রহম করো।