ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাসুম হাসান

যে পাখি ফেরারি
মাসুম হাসান

ভূমিষ্ঠ হওয়ার কিছুকাল পরেই যে পাখিশাবক বঞ্চিত

হলো মায়ের নির্ভার বুকের এতটুকুন উষ্ণতা থেকে,

দুর্ধর্ষ শিকারির মরণছোবল এড়াতে-

যে শাবক হারিয়েছে তার প্রথম নীড়ের ঠিকানা,

জীবনযুদ্ধে আহত হতে হতে পরিণত হওয়া

সে পাখি মানে না কোনো নিয়মের বেড়াজাল

সে পাখির থাকে না কোথাও ফিরে যাবার পিছুটান,

বেঁচে থাকার দায়ভার নিয়ে আকাশের বুকে

সেই পাখিটার কেবলি গন্তব্যহীন উড়েচলা।

যে পাখি আমরণ নিঃসঙ্গ দহনে পোড়ে

সে পাখি হয় অবাধ্য, উচ্ছৃঙ্খল, আত্মঘাতী,

কিছু কিছু পাখি থাকেই বড্ড বেখেয়ালী

কিছু পাখি এমনি হয় আত্মভোলা ও ফেরারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত