বেড়ালের গল্প সংকলন

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

যারা বেড়াল ভালোবাসেন কিংবা বেড়ালবিষয়ক গল্প পড়তে চান, তাদের জন্য এসেছে ‘সারাদিন বেড়ালের সঙ্গে’। বইটিতে বেড়ালবিষয়ক বাংলা ভাষার চিরায়ত ও নতুন ৪৮টি গল্প, অনূদিত গল্প ৯টি এবং লোকগাথা রয়েছে ৪টি। বইটি একেবারে সাচ্ছা বেড়ালপ্রেমিদের জন্য। কেননা এ বইয়ের মলাটের মধ্যে চাপা পড়ে আছে নানারকম বেড়াল। বই খুললেই মিঁয়াও ডাক ছেড়ে একে একে বেরিয়ে আসবে তারা। সরল বেড়াল, দুষ্টু বেড়াল, মিষ্টি বেড়াল, বদ বেড়াল। কিংবা জেলেদের লাথি-ঝাঁটা খাওয়া রোগা বেড়াল, আর গোয়ালাদের দুধভাত খাওয়া মোটা বেড়াল। সবরকমের বেড়ালের আনাগোনা রয়েছে বইটিতে। বঙ্কিমচন্দ্র, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, সত্যেন সেন, ইতালো কালভিনো, হারুকি মুরাকামি, অ্যালেন পো, জেমস জয়েস, হেমিংওয়ে, তলস্তয়, নিকোলাই নোসভ- কে নেই এ বইয়ে? একালের গল্পকারদেরও রয়েছে বেড়ালপ্রেমের সব গল্প-আখ্যান। বইটি সম্পাদনা করেছেন এহসান হায়দার। অলংকরণ ও প্রচ্ছদ এঁকেছেন কবি ও শিল্পী লুবনা চর্যা। প্রকাশ করেছে দ্যু প্রকাশন। ৪৬৬ পৃষ্ঠার বইটির দাম ৮৫০ টাকা। পাওয়া যাবে প্রথমা, বাতিঘর, রকমারি, ধী, তক্ষশিলা, পাঠক সমাবেশ। এ ছাড়া কলকাতায় পাওয়া যাবে তক্ষশিলা ও বুকস অব বেঙ্গলে।