টিপু সুলতানের কবিতা

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রেডিটাইম

তবু ফেরা হবে। পথ পেলে একটা গানের চক্র

মাথায় রেখে শক্ত দৃষ্টির ভেতরে, মুচকি হাসি

আর আপাতত সমাপ্ত হবে প্রত্যাবর্তন-

যেগুলো পথ ভুলে দূরত্বে সরে গেছ-বনপথে,

সেইসব অন্যমুখ চাঁদ নিশানায় ফিরে এসো

এখানে-রোজ মানুষের লোকালয়ে, ঐ ভাষায়-

রেডিও গান বাজায়; এবং

লোকদের ওঠাবসা নিশ্চয়ই চিনতে পারবে

প্রত্যেকের শরীরে খোদাই করা

হোয়াইট মার্বেলের মতো শাদাঘোড়া আর জল

জাহাজের ড্রিম কল্পনা, আরও উদ্বিগ্ন হবে

সঙ্গে হরিণি রোদ, ঘাস ও ফুল জুম হয়ে উঠছে

গ্রীষ্মদিনের মধ্যরাত, কী নেই রেডিটাইমে

আবহাওয়ার খবরে সমুদ্র সেইসব টের পায়!

কল্পনার গান

অবতীর্ণ হও প্রেম, চারপাশে বসন্ত

নাবিকেরা আসে ধূপের জোনাক

বনজাত ফুল-সবুজে কামনাবিধুর

শীতল শিয়রে বসো, দূর কাকাতুয়া

হাওয়া খায় জাহাজ, ওই হাট সমুদ্র

কেউ মুখ খোঁজে, রাখালের মতো

ঘাসের কার্পেটে কল্পনার গান-

ঝুলে আছে চাঁদ, যত রাত্রি নোলক

হায়! দূর নগরের পলাতক মেয়ে,

সটান জলে মাছরাঙার ডুবুরি দল।

হঠাৎ বিজ্ঞাপন

সন্ধ্যার মিথ টেনে এনে একটা তারিখ খুঁজি

টানা এক সপ্তাহ, খুব আগ্রহ নিয়ে এমন সব

বিরতিহীন ভাবনা সাঁতরায়, একদম হুট করে

ঢালু বাতাস তখনো বয়ে যাচ্ছে সুনসান...

অল্প দামে, বোঁটায় দুলছে জঙ্গলের মেঘ-চাঁদ

আলাদা হয়, হঠাৎ। সরল কোনো অজুহাতে

ইট ভাটার নিকট ঘুমিয়ে পড়া গ্রাম, পর্ণমাঠ

তুমি জানো না, কতবার এসেছিলাম আঙুলে

জন্মের আগে এই কামিনির লজ্জাস্থান ফেটে

এখানে এসেছিল যৌথভাগ, জড়ায়-জাপটায়ে

কোনো তেপান্তর পাখি, ছোট্ট ঘর, টিলা ওপর

অথচ সিনেমা বিজ্ঞাপনের মতো

আমি আর তোমাকে হাসতে দেখেনি প্রকৃতি

কোনো একদিন সন্ধ্যায় আমরা চলে যাব, হবে!