ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফিরোজা সামাদ

জীবনের বেলা শেষে
ফিরোজা সামাদ

সময়ের বাহনে চেপে একদিন চলে যাব...

আমি দূর বহুদূরে পৃথিবীর কোলাহল পেরিয়ে,

দিগন্তের অচেনা সীমারেখা ছাড়িয়ে,

ধূপছায়ার মতো পড়ে থাকবে সুপ্ত স্মৃতিগুলো

সিঁথানের কাছে!

আ বালিয়াড়ি ঝড়ে ঝাপসা নয়নে চেয়ে দেখি

আগাম স্মৃতিরা ছায়ার মতো পড়ে আছে কুয়াশা

ঘেরা আঁধারিতে!

দিনান্তে নিরালা ছায়ার মতো চুপিচুপি

এক আঁধার নীড় বুনে যায় আমার আশাহত

হৃদয়ের কোটরে জীবনের বেলা শেষে!

প্রতিদিনের চেনা মুখ আয়নায় প্রতিবিম্ব হয়ে

ক্লান্তিতে ঘোরলাগা কুহকের মতো,

দৃষ্টি সরিয়ে নেয় সেই অজানায়

আর সিঁথির দু’ভাগে ভাগ করে দেয়

কাজলকালো পিছল কুন্তল!

অতঃপর; শাদা বেনারসিতে মুড়িয়ে

কর্পূরের সুগন্ধি কপালে ছুঁইয়ে সুরমা নয়নে

বেদনাকে পিছন ফেলে চলে যাব

চার বাহকের কাঁধে শুয়ে অন্তিম যাত্রায়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত