ইলিয়াস ফারুকী
সুশোভিত নগরীর কাহিনি
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এই মহূর্তে চিন্তার ব্যামো হচ্ছে। নগর আদুরী নাগর নিয়ে কী ঠমকে উজানে নৌকা বায়। নিশ্চিন্তে নিরুপদ্রপে খৈনী ঠেলে দেয় তাৎক্ষণিক প্রেমিকের চুষে নেয়া নিচের ওষ্ঠে। বৈঠা প্রেমিক বিনিময়ে মজা ভোগে, যা আদুরীর নিকট কেবলমাত্র কাজ। আর দশটা কাজের মতো শুধুই কাজ। ও কাজ করলে তবেই পেটে ভাত জোটে, ভাউরা থেকে জন্মদাতা পর্যন্ত। পৃথিবী হিসাব কষতে জানে কীভাবে কী হয়। কাকে কতটা টানতে হয় আর কাকে ফেলে দিতে হয়। সমাজপতিরা সমাজ উদ্ধারে সস্তা বেশ্যালয়ে উচ্ছেদের মহান ব্রতে রত। গোটা শহর এখন উচ্ছন্ন মুক্ত। আমাদের যুবকদের, সমাজপতিদের চরিত্র হারানোর এখন আর কোন শঙ্কা নেই। আধুনিক শহরে সুসজ্জিত বাড়িগুলো এখন বহাল তবিয়তে আদুরীদের শৌখিন বৈঠকখানা।