দীপংকর দীপক

অবিশ্বাস

প্রকাশ : ০৩ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমি যখন তোমার শিশুসন্তানকে নিয়ে বিছানায় শুয়ে থাকো

তখন তোমার ঘুমন্ত সন্তান সজোরে- তোমার হাত চেপে ধরে

হাজার দিন এমন ঘটলেও- একবারও কী ভেবে দেখেছ, কারণটা কী?

হ্যাঁ, হ্যাঁ, অবিশ্বাস! তুমি বাবা কিংবা মা- যেই হও, তোমাকে শতভাগ বিশ্বাস করতে পারে না- তোমার কোলের সন্তান

তারপরেও তুমি সন্তানের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে চলো- প্রতিনিয়ত

এ কারণে সন্তানেরা বড় হয়ে খুঁজে ফেরে- একজন বিশ্বস্ত সঙ্গী

ব্যর্থ হলে ফের খোঁজে, এভাবে চলতে থাকে খোঁজাখুঁজির পালা

মূলত এ পৃথিবী একটা বিশ্বাস-অবিশ্বাসের গোলকধাঁধা

এ রহস্য জেনে তোমার মনটা উসখুস করে উঠল, তাহলে-

তুমি যার সঙ্গে থাকো- সেই সঙ্গীটি তোমার কতটা বিশ্বস্ত?

আজ রাতেই তার বিশ্বাসের একটা পরীক্ষা নিলে কেমন হয়-

কিন্তু সাবধান, জেনে রেখো- বিশ্বাস-অবিশ্বাসের এ খেলা

আগুন নিয়ে খেলার চেয়ে- শতগুণ ভয়ংকর।