ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রহিম ইবনে বাহাজ

ত্রিশ বসন্ত
রহিম ইবনে বাহাজ

আজকাল নিজেকে ঘৃণার চাদরে ঢেকে দিয়েছি

কেউ যেন আমাকে না দেখে,

ত্রিশ বসন্ত দেখেছ, কারো প্রিয় হতে পারিনি

হে দয়াময় তুমি নাকি জোড়ায় জোড়ায় বেঁধে দিয়েছ

শাপলার ফুল, তাহলে কোথায় আমার গন্ধ-পূর্ণ ফুল

বুকে হাত রেখে এবং কসম খেয়ে বলছি

আমার কোনো জাতের ফুল নেই, প্রিয় মুখ নেই।

তাই নিজেকে ঢেকে দিয়েছি ঘৃণার চাদরে।

ত্রিশ বসন্তে আমি কোনোদিন আয়না দেখিনি

আমার ছায়াছবি আয়নায় দেখলে ভীষণ ঘৃণা ক্রোধ

স্খলিত হবে, বিপন্ন হবে। আমার মতোই

আরেকটা পোড় খাওয়া প্রেমিক দেখতে চাই না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত