ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আনিস ফারদীন

প্রেমাতুর আসক্ত শিশির
আনিস ফারদীন

মিথ্যের রাজ্যে উন্মীলিত যাযাবর তীক্ষ্ণ দৃষ্টি

ক্লান্ত হিসেবের ভারে ন্যুব্জ হয় বেলা-অবেলা

জলধাঁধাজাত কুয়াশায় শ্যাওলা জমা প্রাচীর।

পড়ন্ত বিকেল, বিমর্ষ পথ, হৃদয়ের উন্মাদ প্রশ্বাস

ক্লেদের বিষাক্ত হিসেব; চুরমার ব্যর্থ জানালা-কপাটে

নিদ্রাহীন রাতে বিষণ্ণ ঘড়ির কাঁটার অলস সময়।

প্রেমাতুর আসক্ত শিশিরে কিনারাহীন পাথার যেন

শোভন সম্বোধনে পাঁজর রাঙ্গানোর তীব্র প্রতিধ্বনি

তৃষ্ণার্ত ঠোঁটে, দিকভ্রান্ত প্রেমিকের মিথ্যে আস্বাদন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত