ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমারী ফুলের খোঁজে

এনাম আনন্দ
কুমারী ফুলের খোঁজে

এক কুমারী ফুলের খোঁজে

মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ

পার করে দিয়েছি,

পার করে দিয়েছি পারদ মাখা যৌবন।

তন্নতন্ন করে খুঁজ করেছি জগতের সব পুষ্প উদ্যান!

কোথাও নেই, কোথাও নেই কুমারী ফুল!

সময়ের ডানায় চড়ে

বন-জঙ্গল, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর,

সাত সমুদ্র তেরো নদী খোঁজ করেছি

খোঁজ করেছি আকাশ পাতাল,

কোথাও নেই, কোথাও নেই কুমারী ফুল!

অবশেষে

লতাপাতায় মোড়ানো লাল-সবুজের দেশে

অপেক্ষায় আছি একটি কুমারী ফুলের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত